বড়লেখায় এসএসসিতে ১৭৩ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন, দাখিলে নেই এ-প্লাস আর.কে লাইসিয়াম স্কুল প্রতিবারের মতো এবারও সেরা

May 13, 2024,

আব্দুর রব॥ বড়লেখায় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এর যেন ছড়াছড়ি। এসএসসি (সাধারণ) ও ভোকেশনালে সর্বমোট ১৭৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। যা বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ অর্জন। এরমধ্যে এসএসসিতে ১৬৬ জন ও ভোকেশনালে ৭ জন। উপজেলায় সর্বোচ্চ সংখ্যক ৬৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে বরাবরের মতো সেরা ফলাফল অর্জনের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে আর.কে লাইসিয়াম স্কুল। এই প্রতিষ্ঠান থেকে ১৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৬৫ এ-প্লাসসহ বিভিন্ন গ্রেডে পাস করেছে ১৪৪ জন। শতকরা পাশের হার ৯৩.৫১। এদিকে উপজেলার ১৫টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে দাখিলে সর্বমোট ৬০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করলেও কোনো প্রতিষ্ঠান থেকে কেউই পায়নি জিপিএ-৫।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এসএসসিতে আর.কে লাইসিয়াম স্কুলের পরেই দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের ৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ইটাউরী হাজী ইউনুছ মিয়া মোমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও ঈদগাহবাজার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন করে, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় ও দাসেরবাজার উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন করে, পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১ জন ভোকেশনালসহ ৯ জন, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, বড়লেখা নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় ও শাহবাজপুর উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন করে, কলাজুরা হাজী আপ্তাব মিয়া উচ্চ বিদ্যালয় ও হাকালুকি উচ্চ বিদ্যালয় থেকে ২ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এদিকে ভোকেশনাল বিভাগে কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী এ-প্লাস পেয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com