বড়লেখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশের বীজ ও সার বিতরণ

April 18, 2024,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-১/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৬শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের উফশী জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে।
প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনোয়ার হোসেন।
ইউএনও লুসি কান্ত হাজংয়ের সভাপতিত্বে ও উপসহকারি কৃষি কর্মকর্তা সাকিব আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, নারীশিক্ষা একাডেমি কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, সাংবাদিক আব্দুর রব, উপকারভোগি কৃষক আব্দুল আজিজ, সফিক উদ্দিন, মিন্টু শীল প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com