বড়লেখায় চা শ্রমিক পরিবারের মাঝে স্যানিটারি মালামাল ও গাছের চারা বিতরণ

November 14, 2023,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার পাথারিয়া চা বাগানের হতদরিদ্র ১০টি চা শ্রমিক পরিবারের মাঝে উন্নতমানের নিরাপদ স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন স্থাপন করে দেওয়া হচ্ছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে এনজিও সংস্থা ‘জালালাবাদ ফাউন্ডেশন ঢাকা’।

মঙ্গলবার ১৪ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উপকারভোগিদের মাঝে স্যানিটারি সামগ্রি ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

জালালাবাদ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান এনাম আহমদের সভাপতিত্বে স্যানিটারি মালামাল ও গাছের চারা বিতরণের সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা রওশন জাহান, সাংবাদিক আব্দুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, আওয়ামী লীগ নেতা ইরেশ চক্রবর্তী, পাথারিয়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মোহন রিকমুন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com