বড়লেখায় জাতীয় পরিসংখ্যান দিবসে র্যালি ও আলোচনা সভা
আব্দুর রব॥ বড়লেখায় জাতীয় পরিসংখ্যান দিবস পালন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান অফিসের স্টাফ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, সাংবাদিক আব্দুর রব, উপজেলা পোষ্ট মাস্টার মিলন কুমার দাস প্রমুখ।
মন্তব্য করুন