বড়লেখায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা
May 14, 2024,
আব্দুর রব॥ বড়লেখায় মঙ্গলবার দুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেছেন ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ আসলাম সারোয়ার। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশ শেখর দে’র সভাপতিত্বে ও পরিসংখ্যানবিদ সুমন চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ আসলাম সারোয়ার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফেজ বিন রাশেদুজ্জামান, হাসপাতালের সিনিয়র কলসালটেন্ট ডা. রামেন্দ্র সিংহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।
মন্তব্য করুন