বড়লেখায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
March 2, 2024,

আব্দুর রব॥ বড়লেখায় ষষ্ঠ জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ২ মার্চ উপজেলা নির্বাচন অফিসার দীপক কুমার রায়ের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, সাংবাদিক তপন কুমার দাস প্রমুখ।
মন্তব্য করুন