বড়লেখায় তিন দিনব্যাপী বৃক্ষমেলার সমাপনী
July 29, 2023,
আব্দুর রব॥ ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই স্লোগানে বড়লেখায় উপজেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি হয়েছে।
শুক্রবার ২৮ জুলাই বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।
বন বিভাগের বড়লেখা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাসের সভাপতিত্বে ও দুর্বার মুক্ত স্কাউটের সদস্য রাব্বির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, পরিবেশকর্মী ও সাংবাদিক তপন কুমার দাস, নার্সারি মালিক আক্তার হোসেন প্রমুখ।
তিন দিনব্যাপী বৃক্ষমেলায় ৮টি স্টল অংশ গ্রহণ করেছে। অনুষ্ঠানে সেরা স্টল দাতাদের সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়েছে।
মন্তব্য করুন