বড়লেখায় দোকানের তালা ভেঙে ব্যবসায়ির সাড়ে ৩ লাখ টাকা চুরি
আব্দুর রব॥ বড়লেখার দাসেরবাজারে মঙ্গলবার সন্ধ্যাবেলা এক বিকাশের দোকানে (মোবাইল জোন) দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ব্যবসায়ি মাগরিবের নামাজে গেলে সংঘবদ্ধ চোরেরা দোকানের গ্লাসের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ প্রায় সাড়ে ৩ লাখ টাকা নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দোকানের মালিক আজহারুল ইসলাম মজনু বলেন, প্রতিদিনের মত মঙ্গলবার ৭ নভেম্বর মাগরিবের আজানের পর নামাজ পড়তে দোকানের গ্লাসের দরজায় তালা লাগিয়ে তিনি মসজিদে চলে যান। নামাজ শেষে দোকানে ঢুকে দেখেন অজ্ঞাত চোরেরা কৌশলে দোকানের তালা ভেঙে ক্যাশ কাক্সে রক্ষিত প্রায় সাড়ে ৩ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।
পার্শবর্তী দোকানের সিসি টিভি ফোটেজে দেখা যায়, বিকেল ৪ টা থেকে দোকানের আশপাশ এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি ঘোরাঘুরি করছিল। মাগরিবের নামাজের সময় দোকানের ভেতর থেকে সেই ব্যক্তি টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে।
বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, বিষয়টি আমরা প্রাথমিকভাবে শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
মন্তব্য করুন