বড়লেখায় ফারিয়ার কার্যকরি কমিটির নির্বাচন : সভাপতি শহিদুল সম্পাদক জুয়েল

December 7, 2024,

আব্দুর রব : বড়লেখায় ফার্মাসিউটিকেল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের (ফারিয়া) কার্যকরি কমিটির তিন পদের নির্বাচন ৭ ডিসেম্বর শনিবার উৎসবমুখর পরিবেশে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ১২২ জন ভোটারের মধ্যে ১১৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গোপন ব্যালটে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শহীদুল ইসলাম (৮৫ ভোট), সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জুয়েল রানা (৮২ ভোট) এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাজ্জাদ হোসাইন (৭০ ভোট)।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন আবু বকর সিদ্দিকী, প্রিসাইডিং অফিসার ছিলেন আরিফুল ইসলাম। সহকারি প্রিসাইডিং অফিসার ছিলেন কনক সরকার ও জানে আলম। বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. দীগেন্দ্র চন্দ্র দেবনাথ ও ডা. বদরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com