বড়লেখায় বড়দিন উদযাপনে ৪৭ গীর্জায় জি.আর চাল বিতরণ
আব্দুর রব॥ বড়লেখায় খ্রীষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ২৫ ডিসেম্বর উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার উপজেলার ৪৭টি গীর্জায় সাড়ে ২৩ মেট্টিক টন চালের ডিও প্রদান করা হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে জি.আর কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গীর্জা প্রতি ৫০০ কেজি করে চাল বিতরণ করেছে।
উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে চালের ডিও বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, ডিমাই মিশনের ফাদার কাজল গমেজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন এবং সদর ইউনিয়নসহ সকল গীর্জা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
মন্তব্য করুন