বড়লেখায় বিনম্র শ্রদ্ধায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন
আব্দুর রব॥ বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য ও সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন।
ইউএনও নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, পিআইও উবায়েদ উল্লাহ খান, উপজেলা যুবউন্নয়ন অফিসার রওশন জাহান, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মঈন উদ্দিন, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক প্রমুখ বক্তব্য দেন।
এর আগে এর পর বড়লেখা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ পুলিশ বড়লেখা থানা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বড়লেখা পৌরসভা, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠন, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা কৃষি বিভাগ, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি বড়লেখা আঞ্চলিক কার্যালয়, বন বিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা, বড়লেখা প্রেসক্লাব, মাধ্যমিক শিক্ষক সমিতি, নিরাপদ সড়ক চাই (নিসচা) সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
মন্তব্য করুন