বড়লেখায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা
December 17, 2023,

আব্দুর রব॥ বড়লেখায় মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার ১৬ ডিসেম্বর উপজেলা প্রশাসন চারশ’ বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও ইতিমধ্যে মারা যাওয়া মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও উপহার স্বরূপ নগদ অর্থ প্রদান করেছে।
ইউএনও নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইনের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ উদ্দিন, থানার নবাগত ওসি সঞ্জয় চক্রবর্তী, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, তালিমপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান প্রমুখ।
মন্তব্য করুন