বড়লেখায় ভোক্তা-অধিকার অধিদপ্তরের তদারকি  অভিযান ও জরিমানা আদায়

March 5, 2024,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার রতুলীবাজারসহ বিভিন্ন জায়গায় ৫ মার্চ মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাদ্য পণ্যের দোকানে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে। এসময় নানা অনিয়মের দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা করেছে। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম

জানা গেছে, বিভিন্ন অনিয়মের দায়ে রতুলী বাজারের জননী ভ্যারাইটিজ স্টোরকে ১২ হাজার টাকা, সুলভ ফার্মেসীকে ৩ হাজার টাকা, কাউছার ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা ও শ্রী দূর্গা বিপনী বিতানকে ৩ হাজারসহ সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম চার প্রতিষ্ঠানকে জরিমানা আরোপের বিষয়টি নিশ্চিত করে জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এইধরণের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com