বড়লেখায় রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার॥ বড়লেখায় স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের আয়োজনে ও জেলা পরিষদের সদস্য মো. আজিম উদ্দিন এবং ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সার্বিক সহযোগিতায় আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের আয়োজনে ২য় ধাপে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার ৫ এপ্রিল বিকেল সাড়ে ৫ টায় পৌর শহরের উপজেলা চত্ত্বরে জেলা পরিষদ মিলনায়তনে রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিয়ান ফরহাদের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মো. আজিম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, ব্লাড ডোনেট ক্লাবের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবলু, ব্যবসায়ী আমজাদ হোসেন আজাদ, কম্পিউটার ওয়ার্ল্ডের সত্ত্বাধিকারী নাহিদুল ইসলাম, আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌফিকুল ইসলাম আবির, একতা রক্তদান সংস্থার ভাইস চেয়ারম্যান মারুফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের স্থায়ী পরিষদের সদস্য আব্দুস সামাদ আজাদ, কার্যকারী পরিষদের সহ- সভাপতি লায়েক আহমদ, মারুফ আবীর, যুগ্ম সাধারণ সম্পাদক রাহিন আহমদ, মুজিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ, অর্থ সম্পাদক জুয়েল আহমদ, ত্রাণ-দূর্যোগ বিষয়ক সম্পাদক রাজীব আহমদ, সদস্য আব্দুস শুক্কুর, মাসুম আহমদসহ বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
আলোচনা পরবর্তী সময়ে সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন রক্তদান যুব সমাজ ফাউন্ডেশন কাঠালতলী শাখার সিনিয়র সহ-সভাপতি কিবরিয়া আল মাহমুদ।
মন্তব্য করুন