বড়লেখায় শিক্ষার্থীদের মাঝে দেড় হাজার চারা বিতরণ
আব্দুর রব॥ বড়লেখায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’ দাসেরবাজার শাখার বাস্তবায়নে এবং পিকেএসএফের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ৫০০ ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১২ সেপ্টেম্বর বিকেলে পদক্ষেপের দাসেরবাজার শাখার বৈকালিক শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে এই চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদক্ষেপের শাখা ব্যবস্থাপক নন্দন বর্মন। পদক্ষেপের সামজ উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হাছান। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পদক্ষেপের স্বাস্থ্য কর্মকর্তা ডা. তন্ময় দাস, দাসেরবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান, সাবেক ইউপি সদস্য মনির হোসেন প্রমুখ।
মন্তব্য করুন