বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিতকরণ সভা
March 5, 2024,
আব্দুর রব॥ বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার মায়ের দুধের উপকারিতা ও গুঁেড়া দুধের অপকারিতা বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও জনপ্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাসের সভাপতিত্বে ও পরিসংখ্যানবিদ সুমন দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বক্তব্য দেন বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ নিয়াজ উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন, ডা. ইমরান আহমদ, ডা. তনুশ্রী দত্ত, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আফছার আলী প্রমুখ।
মন্তব্য করুন