বড়লেখা জাতীয় পার্টির  বিলুপ্ত ঘোষিত কমিটি শর্ত সাপেক্ষে পুনর্বহাল

November 12, 2023,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা জাতীয় পার্টির পুর্ণাঙ্গ কমিটি বিলুপ্তের ৬৪ দিনের মাথায় তা পুনর্বহাল করেছে মৌলভীবাজার জেলা জাতীয় পার্টি।

গত ৭ সেপ্টেম্বর কার্যকরি কমিটি বিলুপ্ত ঘোষণা করে অ্যাডভোকেট আফজল হোসেনকে আহ্বায়ক ও সুনাম উদ্দিনকে সদস্য সচিব করে দুই মাসের জন্য ২১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হয়। কিন্তু ওই কমিটির কোন কার্যক্রম না থাকায় এবং মেয়াদুত্তীর্ণ হওয়ায় জেলা জাতীয় পার্টির সভাপতি হাজী মো. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ মাহমুদুর রহমান শনিবার ১১ নভেম্বর দুপুরে এই সম্মেলন প্রস্তুতি (আহ্বায়ক) কমিটি বিলুপ্ত করে পূর্বের পূর্ণাঙ্গ কমিটি বহাল করেছেন।

মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি হাজী মো. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ মাহমুদুর রহমান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড়লেখা উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলো বর্ধিত সভার মাধ্যমে পুর্নগঠনের শর্তে জাপা নেতা ও মৌলভীবাজার-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আহমেদ রিয়াজের নেতৃত্বাধীন উপজেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি পুনর্বহাল করা হয়েছে। ইতিপূর্বে পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করে জাপা নেতা অ্যাডভোকেট আফজল হোসেনকে আহ্বায়ক ও সুনাম উদ্দিনকে সদস্য সচিব করে ২১ সদস্যের একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে দেওয়া হয়। কিন্তু ওই কমিটি কোন কার্যক্রমই চালায়নি। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সাংগঠনিক কোন কাজ না করায় এই কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এদিকে বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবরুল হোসেন রিয়াজের সাংগঠনিক পদ সাময়িক স্থগিত ঘোষণা করে যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজাদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com