বড়লেখা থানা পুলিশের অভিযানে একাধিক ডাকাতি মামলার আসামি গ্রেফতার
October 17, 2023,
স্টাফ রিপোর্টার॥ বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে রিয়াজ উদ্দিন নামে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
১৬ অক্টোবর সন্ধ্যা অনুমান ৬ ঘটিকার সময় বড়লেখা থানাধীন কেছরীগুল এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করা হয়।
আসামি রিয়াজ উদ্দিন বড়লেখা থানাধীন কেছরীগুল গ্রামের আকদ্দছ আলীর ছেলে। তার বিরুদ্ধে জিআর ৩০৮/১২, ধারা ৩৯৫/৩৯৭ দঃবিঃ মামলায় গ্রেফতারী পরোয়ানা ইস্যু ছিল।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়ারদৌস হাসান জানান, গ্রেফতারকৃত আসামি রিয়াজ উদ্দিন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট এর বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে। আসামিকে ১৭ অক্টোবর যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
মন্তব্য করুন