বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান জুয়েল জেলগেটে ফের গ্রেফতার

November 30, 2024,

আব্দুর রব : বড়লেখা থানার পাঁচ মামলায় তিন মাস কারাভোগ করে জামিনে বেরুলেও জেল গেটে ফের গ্রেফতার হলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান, জেলা যুবলীগ নেতা ও সাবেক পরিবেশমন্ত্রীর ভাগ্নে ছালেহ আহমদ জুয়েল। বৃহস্পতিবার ২৮ নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে ছাড়া পাওয়ার পরই জেলগেট থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে।

 এরপর ডিবি পুলিশ রাতেই তাকে মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তর করে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে। মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর বড়লেখা থানায় করা পাঁচ মামলার এজাহার নামীয় আসামি বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জামিন পান। এরমধ্যে তিনটি মামলায় উচ্চ আদালত এবং দুটি মামলায় বড়লেখা সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তার জামিন হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে ছাড়া পাওয়ার পরই ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে মৌলভীবাজার মডেল থানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের পক্ষে ২৫ নভেম্বর করা রাসেল আহমদের মামলার সন্ধিগ্ধ আসামি হিসাবে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 ২৯ আগস্ট সৌদি আরব যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল ও যুবলীগ নেতা জালাল আহমদকে ইমিগ্রেশন পুলিশ আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে। ওইদিন রাতেই তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মৌলভীবাজার মডেল থানার এসআই ফজলুল হক শুক্রবার রাতে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের পক্ষে করা একটি মামলায় সন্ধিগ্ধ আসামি হিসাবে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েলকে বৃহস্পতিবার ডিবি পুলিশ জেলগেট থেকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে। ওই মামলায় শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com