বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিক ও নার্স এসোসিয়েশন কমিটি গঠন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ প্রাইভেট ক্লিনিকও ডায়াগনস্টিক ও নার্স এসোসিয়েশন এর বার্ষিক সাধারন সভা গত ৭ ডিসেম্বর বেঙ্গল কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশন সভাপতি ডাঃ আব্দুল মহিত চৌধুরী।
সভায় আগামী ২০২৫-২০২৬ইংরেজী সনের জন্য নতুন কমিটি গঠনের লক্ষে নিম্নলিখিত সদস্যদের নিয়ে আহবায়ক কমিটি গঠিত হয়। আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে নতুন কমিটি গঠন করবেন। নিম্নলিখিত সদস্যদের নিয়ে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক : ডা: আব্দুল হাদী শাহিন, যুগ্ম আহবায়কঃ- জয়নাল আবেদীন খান, সদস্য সচিবঃ- আবুল কালাম আজাদ শিহাব, সদস্যঃ- ডাঃ শাহিন আহমদ, মোহাম্মদ ইমরান, ডাঃ সোহেল রানা, ফাহাদ আলম, মুজিবুর রহমান আজিজি (জুড়ী), নুরুন নবী রাজু (বড়লেখা), ডাঃ আব্দুল্লাহ আল মামুন (শ্রীমঙ্গল), মুজিবুর রহমান রনজু (কমলগঞ্জ), জমসেদ আলম (রাজনগর), – শেলুর রহমান (কুলাউড়া)।
মন্তব্য করুন