বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

March 16, 2024,

স্টাফ রিপোর্টার॥ পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজারে বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
শনিবার ১৬ মার্চ দুপুর ২টায় শহরের পশ্চিম বাজারে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম ও পুলিশ সুপার মো. মনজুর রহমানের নেতৃত্বে এই বাজার মনিটরিং করা হয়। এ সময় ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজানে প্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ নিত্যপণ্যের দাম স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে রাখার জন্য শনিবার দুপুরে বাজার মনিটরিংয়ে যান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ সময় মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করার অপরাধে পশ্চিম বাজার এলাকায় ৩টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
সবুজের ডাবল হ্যাটট্রিকে বড় জয় মেরিনার্সের সবুজের ডাবল হ্যাটট্রিকে বড় জয় মেরিনার্সের মনিটরিংকালে ডিসি-এসপির সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হক, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এবং পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য বিক্রেতাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com