বারো বছরে পদার্পণ করলো রেডিও পল্লীকণ্ঠ

January 12, 2023,

পলিরানী দেবনাথ॥ সাফল্যের ১২ বছরে পা রাখলো শ্রোতা নন্দিত সিলেট বিভাগের প্রথম কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফএম মৌলভীবাজার। ১১ পেরিয়ে ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে বৃহষ্পতিবার ১২ জানুয়ারি সকালে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিটি শমসেরনগর সড়ক মাতারকাপন এলাকার বিএনএসবি হাসপাতালের সামনে থেকে প্রদক্ষিণ করে পুনরায় রেডিওপল্লীকণ্ঠ প্রাঙ্গনে এসে হয়। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান।

রেডিও পল্লীকণ্ঠ ও পপুলার থিয়েটার সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ব্র্যাক প্রোগ্রাম ম্যানেজার মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, বিশিষ্ট নাট্যকার আব্দুল মতিন, ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দীন, মৌলভীবাজার ঔষুধ প্রশাসন অধিদপ্তরের তত্তাবধায়ক মোছা. সিরাজুম মুনীরা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অপূর্ব কান্তিধর।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এডভোকেট বিষ্ণুপদ ধর, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শহীদুল ইসলাম, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মাধুরী মজুমদার, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অপরাজিতা রায় সহ অন্যান্যরা।

এছাড়াও উপস্থিত ছিলেন একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, রেডিও পল্লীকন্ঠের অনুষ্ঠান প্রযোজক আল-আমীন, রেডিও পল্লীকন্ঠের সকল প্রযোজক, শ্রোতা, শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

 

জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান বলেন, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে রেডিও পল্লীকণ্ঠ। তাছাড়া কমিউনিটির মানুষের জন্য এবং তাদেরকে সচেতন করে যাচ্ছে বিভিন্ন ভাবে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি।

রেডিওপল্লীকণ্ঠ ও পপুলার থিয়েটার সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ব্র্যাক প্রোগ্রাম ম্যানেজার মোঃ আজিজুর রহমান বলেন, ১২তম বর্ষে পদার্পণ করল রেডিও পল্লীকণ্ঠ। এই ১১বছরের পথচলায় রেডিও পল্লীকণ্ঠ প্রান্তিক মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ কওে যাচ্ছে এবং ভবিষ্যতে করে যাবে।

আলোচনা সভা শেষে রেডিও পল্লীকণ্ঠের ১২ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয় এবং পরবর্তীতে চিত্রাঙ্কন ও সাধারন জ্ঞান প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

উল্লেখ, রেডিও পল্লীকণ্ঠ দ্বিতীয় বারের মতো ”পল্লীকণ্ঠ পদক”প্রদান করেছে বাল্য বিয়ে প্রতিরোধে কিশোরীর ভূমিকায় তুলি বেগম, সামাজিক সচেতনতা তৈরীতে পুরুষের ভূমিকায় জসিম আহমেদ, সামাজিক সচেতনতা তৈরিতে নারীর ভূমিকায় মঞ্জু রানী পালের হাতে সম্মাননা স্মারক, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেয়া হয়। এসময় অতিথিরা রেডিও পল্লীকণ্ঠের সকল কর্মকান্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও রেডিও পল্লীকণ্ঠের অগ্রযাত্রায় পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com