বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে মৌলভীবাজারে সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার॥ বার্মিংহাম বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্দ মৌলভীবাজার আগমন উপলক্ষে মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ২২ নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি এম এ সালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবার্মিংহাম বাংলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা ইউকের প্রতিনিধি জয়নাল ইসলাম, বাংলা কাগজের নির্বাহী সম্পাদক, চ্যানেল এস ও যমুনা টিভির প্রতিনিধি রিয়াদ আহাদ, বার্মিংহাম বাংলা প্রেসক্লাব এর ট্রেজারার ও আইঅন টিভির বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী, বার্মিংহাম বাংলা প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক ও বাংলা কাগজ এর স্টাফ রিপোর্টার আহমেদ কাবির, বি অন টিভি ইউকের ডাইরেক্টর ও বাংলাদেশ প্রতিদিনের বার্মিংহাম প্রতিনিধি মোহাম্মদ আবু হায়দার চৌধুরী সুইট।
মতবিনিময় সভায় জেলা সদরে কর্মরত ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইনের সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন