বাসন্তী গোধূলি

December 12, 2020,

শামীমা রিতু॥

বায়ু বহে ঝিরি ঝিরি

পৃথিবীর প’রে

গোধূলি ছড়ায় রং

প্রান্তরে প্রান্তরে ।

কৃষ্ণচূড়ার ফাঁকে ফাঁকে

দেখা তেয় আভা

ধরণী হয়ে উঠে

লাবণ্য প্রভা।

পাখির ঝাঁক ফিরে চলে

আপন নীড়ে

উঁকি দেয় সন্ধ্যাতারা

নক্ষত্রের ভীড়ে।

বাসন্তী গোধূলি নামে

অপরূপ বাহারে

জমে থাকে দু’নয়ন

স্মৃতির পাহাড়ে।

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com