বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জামাতী ইসলাম বাংলাদেশকে ত্যাগ করার পরামর্শ —————— মিছবাউর রহমান চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জামাতী ইসলাম বাংলাদেশকে ত্যাগ করার জন্য জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে বলে অভিমত প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের (একাংশ) এর চেয়ারম্যান ও মহাজোটের অন্যতম নেতা আলহাজ্ব মিছবাউর রহমান চৌধুরী। তিনি বলেন, জামাতের সঙ্গ ত্যাগ করার জন্য বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে আহব্বান জানান।
২৯ এপিল শনিবার মৌলভীবাজার বনফুল কমিউনিটি সেন্টারে জরুরী জাতিয় প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্য এ কথা বলেন।
প্রধানমন্ত্রী কর্তৃক কওমি মাদ্রাসার স্বীকৃতি দেওয়ায় বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের (একাংশ) এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও মহাজোটের নেত্রীকে ইসলামী ঐক্যজোটের পক্ষ খেকে অভিনন্দন জানানো হয়। দেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখের নেতৃত্বে ও নির্দেশনায় বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের (একাংশ) এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আওয়ামী মহাজোটে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট নিবন্ধিত শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম চলছে। মুসলিম উম্মাহ, দেশ জাতির প্রয়োজনে যখন যেভাবে চলা দরকার ইসলামী ঐক্যজোট সেভাবেই এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনী ভাবনা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দরকার। যেখানে গণমানুষের মতামতের প্রতিফলন ঘটবে।
বাংলাদেশ ইসলামী ঐক্যজোট মানুষের কল্যাণে,তাগুত এবং জুলম, শোষণের বিরুদ্ধে সংগ্রাম করে। দুঃখী মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে। দেশের আলেম-উলামা মনে করেন ইসলামী ঐক্যজোট ইসলামের সত্যিকারের অনুসারী এবং সব ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকার। তাই এমন একটি পরিকল্পনা আমাদের রয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে না যাওয়াটা সিদ্ধান্ত সঠিক ছিল না। এই কারনে খালেদা জিয়ার আজকের পরিনতি। সরকারের সফলতা-ব্যর্থতা উল্লেখ করে বলেন সবচেয়ে বড় সফলতা হলো কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের সমমান দেওয়ার ঘোষণা করা। জরুরী জাতীয় প্রতিনিধি সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের সিলেট বিভাগীয় সমন্বয়কারী মৌলনা শফিকুল ইসলাম,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা ইমদাদুল হক,ঢাকা মহানগর সভাপতি মৌলানা মোশারফ হোসেন মাহমুদ,চট্রগ্রাম মহানগর সভাপতি মৌলানা মোহাম্মদ হাসান,কক্সবাজার ও পার্বত্য জেলার সমন্বয়কারী মৌলানা মোহাম্মদ ইউনুছ,কুমিল্লা মহানগর সমন্বয়কারী মৌলানা মোহাম্মদ নোমান, ইসলামী ঐক্যজোটের মহা-সচিব মৌলানা মনিরুজ্জান প্রমূখ। সম্মেলন শেষে মোনাজাত পরিচালনা করেন ইসলামী ঐক্য জোটের (একাংশ) এর চেয়ারম্যান ও মহাজোটের অন্যতম নেতা আলহাজ্ব মিছবাউর রহমান চৌধুরী। পরে কওমি মাদ্রাসার স্বীকৃতি দেওয়ায় বাংলাদেশ ইসলামী ঐক্যজোট পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও মহাজোটের নেত্রীকে অভিনন্দন জানিয়ে বর্নাঢ্য মিছিল মৌলভীবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।
মন্তব্য করুন