‘বিজয় এলো’
April 17, 2021,
শামীমা রিতু॥
বিজয় এলো নীল আকাশে
বিজয় এলো সবুজ ঘাষে
বিজয় এলো মুক্ত প্রয়াসে
বাংলা মায়ের বুকেতে।
চাঁদনী রাতে মধুমতীতে
লাখো শহীদের রক্তে
একাত্তরের জননীর অশ্রুতে
আসলো বিজয় সবার তরে।
বিজয় এলো পদ্মঝিলে
বাংলার কোলে খালেবিলে
সবুজ বন বনানীর ডালে
আসলো লাল সবুজের নিশানে।
মন্তব্য করুন