বিদ্রোহী ১৫ জনকে আওয়ামীলীগ থেকে বহিষ্কারের সুপারিশ

December 23, 2021,

স্টাফ রিপোর্টার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১৫ জনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার সুপারিশ করেছে মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগ। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার ২২ ডিসেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ১২টির মধ্যে ১১টি ইউনিয়নে ১৫ জন চেয়ারম্যান প্রার্থী বিদ্রোহী হিসেবে আওয়ামী লীগের প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছেন। যার প্রেক্ষিতে এই বহিষ্কারা দেশ প্রদান করা হয়েছে।

বহিষ্কারকৃতরা হলেন, খলিলপুর ইউনিয়নে মোঃ আশরাফ আলী খান, কামালপুর ইউনিয়নে মোঃ আলাউর রহমান, মোঃ আপ্পান আলী, মোঃ সোহেল আহমদ, নাজিরাবাদ ইউনিয়নে সৈয়দ মোহিত আলী, আখাইলকুড়া ইউনিয়নে মোঃ এমদাদুর রহমান রেণু, আপারকাগাবলা ইউনিয়নে মোঃ ইমন মোস্তফা, মোঃ ফারুক আহমদ, একাটুনা ইউনিয়নে মোঃ শাহ গিয়াস উদ্দিন, চাঁদনীঘাট ইউনিয়নে মোঃ আসলাম মিয়া, কনকপুর ইউনিয়নে মোঃ মনিরুজ্জামান, আমতৈল ইউনিয়নে শ্রী সুজিত চন্দ্র দাশ, মোস্তফাপুর ইউনিয়নে মোঃ তাজুল ইসলাম, গিয়াসনগর ইউনিয়নে মোঃ মোশারফ হোসেন ও মোঃ জিলা মিয়া।

বিদ্রোহী প্রার্থীদের দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে সদর উপজেলা আওয়ামী লীগ তাদের স্থায়ীভাবে বহিস্কারের জন্য জেলা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com