বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫দিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন

February 12, 2024,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় শুরু হয়েছে ৫দিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা।
সোমবার ১২ ফেব্রুয়ারি বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে ৫দিন ব্যাপী এই বইমেলার শুভ উদ্বোধন করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল। এসময় সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোহাম্মদ অহিদুজ্জামান, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইনচার্জ দেবজ্যোতি মন্ডল, ভ্রাম্যমাণ বইমেলার সংগঠক দেবাশীষ বড়াল ও ভ্রাম্যমাণ বইমেলার বিক্রয় প্রতিনিধি মো. সোহেল সরকার প্রমুখ।
বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইনচার্জ দেবজ্যোতি মন্ডল জানান, আজ থেকে শুরু হওয়া এ বইমেলা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলা প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com