বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শপিং মল দুবাই

August 9, 2023,

তোফায়েল আহমেদ পাপ্পু (দুবাই) থেকে॥ সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ও প্রধান আকর্ষণীয় শহরের নাম দুবাই। বিলাসবহুল জীবন-যাপন, চোখ ধাঁধানো রঙিন আলোকরশ্মি, আকাশচুম্বি অট্ট্রালিকা, হোটেল, কৃত্রিম দ্বীপপুঞ্জসহ নানা কারণে দুবাই পর্যটকদের জন্য পছন্দের শীর্ষে। পৃথিবীর মধ্যে বিখ্যাত টাওয়ারগুলো দুবাই শহরে অবস্থিত।

শুধুমাত্র টাওয়ারই নয় রয়েছে আরও নানা নান্দনিক জায়গা। এর মধ্যে অন্যতম একটি নিদর্শন দুবাই মল। শপিং প্রেমীদের জন্য এক স্বপ্নময় স্থান আরব আমিরাতে বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার পাশে অবস্থিত দুবাই মল।

প্রায় ১২ মিলিয়ন বর্গ ফুট জায়গা জুড়ে বিস্তৃত দুবাই মলের উদ্বোধন করা হয় ২০০৮ সালের ৪ নভেম্বর।এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শপিং মল।

প্রায় ৫০ টি ফুটবলের মাঠের সমান জায়গা জুড়ে গড়ে উঠা এই মলে রয়েছে প্রায় ১,২০০ টি দোকান, এক্সক্লুসিভ ফ্যাশন হাউজ, ২০ টি বিলাসবহুল হোটেল, ২২ টি সিনেমা হল, বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর এবং কয়েকশ রেস্টুরেন্ট।

এছাড়া দুবাই একুয়ারিয়াম, আন্ডার ওয়াটার জু ও থিম পার্ক সহ বিনোদনের নানা আয়োজন রয়েছে দুবাই মলে। আর তাই দুবাই বেড়াতে আসলে পর্যটকদের পছন্দের শীর্ষে থাকে এই দুবাই মল।ছুটির দিনগুলোতে পর্যটকদের আনাগোনা বেড়ে যায় দুবাই মলে।

দুবাই মল শুধু শপিং প্রেমিকদের জন্যই নয় বরং আরও বেশি নান্দনিক হয়েছে এর বৈশিষ্ট মন্ডিত বিভিন্ন বিষয়ের কারণে। দুবাই মলে বিনোদনের জন্য রয়েছে নানা আয়োজন। মলের ভিতরে মধ্যপ্রাচ্যের ৭০ দশকের ব্লুমিংডেল, গ্যালারিস লাফায়েতের মতো শপগুলো পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে।

ফ্যাশন সচেতনদের জন্য বিশ্বখ্যাত ডিজাইনারদের নানা কালেকশন রয়েছে এখানে। এদের মধ্যে আছে ভার্সেস, বারবেরির মতো স্বনামধন্য সকল ব্রান্ড।

এছাড়াও দুবাই মলে পরিবার নিয়ে ঘুরার জন্য আছে দ্যা দুবাই একুরিয়াম ও আন্ডার ওয়াটার জু, বাচ্চাদের পছন্দের কিন্ডাজিয়া সহ দ্যা দুবাই ফাইন্টেন, আইস রিঙ্ক সহ আরও অনেক কিছু।

দুবাই মলের নিচ তালায় অবস্থিত এই দুবাই একুয়ারিয়ামটি প্রায় ৫১ মিটার লম্বা, ২০ মিটার গভীর ও ১১ মিটার উচ্চতা বিশিষ্ট। এই একুয়ারিয়ামে প্রায় ৩,০০০ প্রজাতির সামুদ্রিক প্রাণী রয়েছে, এদের মধ্যে প্রায় ৪০০ এর বেশী শার্ক ও রেইস আছে।

সবচেয়ে বড় কথা এই মলের ভিতরে অবস্থান করলে এক্রাইলিক প্যানেলের মধ্যে দিয়েই একুয়ারিয়ামটি দেখা যায়। তবে টিকেট কেটে ৪৮ মিটার লম্বা টানেলের মধ্য দিয়ে প্রবেশ করলে এই একুয়ারিয়ামকে ভিন্ন ভাবে

দেখার সুযোগ পাওয়া যায়। যেখানে খুব কাছ থেকে শার্ক, রেইস, অক্টোপাস সহ অন্যান্য সামুদ্রিক প্রাণী কাঁচের প্রাচীরের গায়ে ঘুরে বেড়াতে দেখবেন।

এই একুয়ারিমের টানেলের মধ্যে দিয়ে দুবাই মলের দ্বিতীয় তালায় অবস্থিত আন্ডার ওয়াটার জুলে যাওয়া যায়। প্রায় ৪০ টি মেরিন হাউজে পিরানহা, পেক্সগুইন, কুমির, বড় টিকটিকি, সাপ, বড় ইলসহ আরও অনেক কিছু দেখতে পারবেন।

এখানের ছোট আর্চার ফিস ও তাদের নিজেদের খাবার শিকার করার পদ্ধতি পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ। এছাড়াও এখানে গ্লাস বোটমড বোট রাইড, কেজ স্নোরিং, শার্ক ডাইভস ও প্যাডি ডাইভিং করতে পারেন।

সপ্তাহের ৭ দিনই খোলা থাকা দ্যা দুবাই একুয়ারিইয়াম ও জু। এখানে ঢোকার প্রবেশ মূল্য ৫৫ দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ১৫১৫ টাকা)। তবে ৩ বছরের নিচের বাচ্চাদের জন্য কোন এন্ট্রি ফি দিতে হয় না।

দ্যা দুবাই ফাউন্টেন : পুরো দুবাই শহরের মধ্যে দুবাই মলের সামনে অবস্থিত দ্যা দুবাই ফাউন্টেন পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়। বিশেষ করে এখানে ছবি তুলতে সবাই খুব পছন্দ করে।

এই ফাউন্টেনের কোরিওগ্রাফি এমন ভাবে করা হয়েছে যে দেখলে মনে হবে ফাউন্টেনের পানি যেন আকাশ ছুঁয়েছে। আর এরই সাথে হালকা বিটের আরাবিক ক্লাসিক থেকে শুরু করে মাইকেল জ্যাকসনের থ্রিলার ধাঁচের গান সবসময়ই বাজতে থাকে।

এখানে সন্ধ্যা ৬ টা থেকে প্রতি ৩০ মিনিট পর পর এক ধরনের লাইট ইলুমিনেটিং শো হয় যা দেখতে অনেক মানুষের ভিড় হয়।

আর্টসের প্রদর্শনী দেখার জন্য আছে দুবাই অপেরা। আর একদম উপরে আছে বুর্জ খলিফা অবজারভেশন ডেক যেখান থেকে একদম উপর থেকে ৩৭০ ডিগ্রি এঙ্গেলে বুর্জ খলিফার চমৎকার দৃশ্য চোখে পড়বে। বিশেষ করে সন্ধ্যার সময় বেশী সুন্দর লাগে।

দুবাই মল এক কথায় অসাধারণ। চোখ ধাঁধানো সব দোকান এবং ভেতরের পরিবেশ। ঘুরতে ঘুরতে আপনি বার বার থমকে যাবেন কিছু না কিছু দেখেই।

দুবাই মলে বিশ্বের বিখ্যাত ডিজাইনারদের ডিজাইন করা এক্সক্লুসিভ ড্রেস, লেডিস ও জেন্টস সু, গোল্ড ও ডায়মন্ডের জুয়েলারি, নামি দামি র্ব্যান্ডের আতর, ব্যাগ, ইলেক্ট্রনিকস, বাচ্চাদের খেলনা, কাপড়চোপড়, গিফট আইটেম, ঘর সাজানোর নানা জিনিস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় ও শৌখিনতার বিভিন্ন জিনিস খুঁজে পাবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com