বিশ্ব উদ্যোক্তা দিবসে শ্রীমঙ্গলে উদ্যোক্তাদের পিঠা মেলা
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বিশ^ উদ্যোক্তা দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে নারী উদ্যোক্তারা আয়োজন করেছে পিঠা মেলা।
বৃহস্পতিবার ৩০ নভেম্বর নকশী কাঁথা ফাউন্ডেশন শ্রীমঙ্গলের আয়োজনে ও মিতালি বিউটি পার্লারের সহযোগিতায় শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজন করা হয় পিঠা মেলা। মেলায় নারী উদ্যোক্তারা নিজের হাতের বাহারী পিঠা বানিয়ে স্টল বসিয়ে বিক্রি ও প্রদর্শন করেন।
মেলায় কেক কেটে ও সাংস্কৃতিক অনুষ্টানের মধ্য দিয়ে উদযাপন করা হয় বিশ^ উদ্যোক্তা দিবস ২০২৩। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানবাধিকার নেত্রী ও কবি, সাহিত্যিক মমতাজ জালাল, ঢাকা দক্ষিণ মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সোনিয়া আক্তার, শ্রীমঙ্গল পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শারমিন জাহান, মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান সহকারী অঞ্জু রানী দেব প্রমুখ। রাহেল আহমেদ ও আমিনুর রসিদ চৌধুরী রুমনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কম্পিউটার সাইন্স এ্যান্ড টেকনোলজি ইন্সটিটিউট এর প্রশিক্ষক, কবি, কামরুল বক্স বাবুল, কণ্ঠশিল্পী তারেক ইকবাল, গণমাধ্যম কর্মী রূপম আটার্য, জুমা মন্ডল, শারমিন, শিরিন, মালা, মিতা, লিপি আক্তার, মিনু সিংহ, সোনিয়া, কন্ঠশিল্পী ববি ও প্রান্ত।
মন্তব্য করুন