বিশ্ব তামাকমুক্ত দিবসে মৌলভীবাজারে আলোচনা ও র্যালি
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার আয়োজনে “তামাক নয়-খাদ্য ফলান“ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ পালিত হয়েছে।
বুধবার ৩১ মে মৌলভীবাজার সদর উপজেলা কার্যালয় থেকে মাদক বিরোধী র্যালি শহর প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: শরিফ উদ্দিন।
সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়। এর জন্য সচেতনতা বৃদ্ধিতে প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতন করতে হবে।
শুধু শিক্ষার্থীদর নয় সমাজের সকল শ্রেণীর মানুষকে সচেতন করতে হবে। সভায় বক্তব্য রাখেন এনজিও প্রতিনিধি ইয়াইয়া বেলাল, শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া, সুমন দেবনাথ প্রমুখ।
মন্তব্য করুন