বিশ্ব পরিযায়ী পাখি দিবসে র্যালী ও আলোচনা সভা

ইমাদ উদ দীন॥ ‘পরিযায়ী পাখির ভবিষ্যৎই আমাদের ভবিষ্যৎ, পাখি ও মানুষের জন্য বাসযোগ্য পৃথিবী চাই’ এই স্লোগানে মৌলভীবাজারে বিশ্ব পরিযায়ী পাখি দিবস ২০১৭ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করেছে নেচার কনজারভেশন সোসাইটি। ১০ মে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
মৌলভীবাজার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো: শাহ জালাল এবং বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকার বন সংরক্ষক মো: জাহিদুল কবির। বক্তব্য রাখেন বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. নিয়ামুল নাসের, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এলএম ফারুক, মৌলভীবাজার সরকারী কলেজ অধ্যাপক মো: সেলিম, নেচার কনজারভেশন সোসাইটির প্রধান নির্বাহী পরিচালক ড. তপন কুমার দে, মৌলভীবাজার বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো প্রমুখ। পরিযায়ী পাখি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও সামাজিক বনায়নে বিশেষ অবদানের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ‘পরিযায়ী পাখি সংরক্ষণ’ নাটিকা পরিবেশন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ন্যাচার ক্লাব।
মন্তব্য করুন