বিশ্ব হার্ট দিবস মৌলভীবাজারে পালিত

পলি রানী দেবনাথ॥ “হৃদয় দিয়ে হৃদয়ের যত্ন নিন” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে বিশ্ব হার্ট দিবস ২০২১ পালিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর বুধবার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ, আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার হার্ট ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মোশাহিদ আহমেদ চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বকসী ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, প্রফেসর সৈয়দ মুহিবুর রহমান, প্রফেসর মোঃ শাহজাহান, মোঃ লিয়াকত আলী, বিটিভির প্রতিনিধি হাসানাত কামাল, রেডিও পল্লীকণ্ঠের প্রোগ্রাম প্রযোজক মোঃ আল-আমিন প্রমূখ।
রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদী হাসান এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঃ পদ্মমোহন সিনহা, ভাইস প্রিন্সিপাল, ম্যাটস, মৌলভীবাজার।
উল্লেখ্য, বিশ্ব হার্ট দিবস উপলক্ষেন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ, মৌলভীবাজার জেলার আয়োজনে বিএনএসবি চক্ষু হাসপাতালে সপ্তাহব্যাপী ফ্রিতে প্রেসার মাপার ব্যবস্থা করা হয়েছে।
মন্তব্য করুন