বীর মুক্তিযোদ্ধা প্রবীণ আইনজীবী মুজিবুর রহমান মুজিবের পত্নি বিয়োগ; শোক প্রকাশ ও কৃতজ্ঞতা জ্ঞাপন

গত আঠাইশে ডিসেম্বর রাত সাড়ে ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসগৃহে মুসলিম কোয়ার্টারস্থ রসুলপুর হাউসে মারা গেছেন বৃটিশ ভারতের খ্যাতিমান সাংবাদিক নকীব সম্পাদক মৌলভী সোনাওর আলীর কনিষ্ট কৃতি কন্যা, বীর মুক্তিযোদ্ধা প্রবীণ আইনজীবী বর্ষীয়ান সাংবাদিক কলামিষ্ট মুজিবুর রহমান মুজিবের সহধর্মিনী বেগম মনোয়ারা রহমান।
মৃত্যোকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি দীর্ঘ দিন যাবত ডাইবেটিস, উচ্চ রক্ত চাপ সহ বিভিন্ন বার্ধ্যক্য জনিত ব্যাধিতে ভূগছিলেন। সশিয়াল মিডিয়ায় মরহুমার মৃত্যো সংবাদ ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। শীতও কুয়াশা উপেক্ষা করে মরহুমা মনোয়ারা রহমান এবং তাঁর স্বামীর স্বজন শুভাকাংখীগন রসুলপুর হাউসে এসে শোক প্রকাশ, মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং মরহুমার স্বামী সন্তান পরিবার বর্গকে সমবেদনাও সহানুভূতি জ্ঞাপন করেন।
গভীর রাত শেষে পরদিন সকাল পর্যন্ত স্বশরীরে এই শোক প্রকাশও সহানুভূতি জ্ঞাপন করেন জেলাসদরের মাননীয় সাংসদ, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ এর সেক্রেটারি আলহাজ্ব মিছবাউর রহমান, পৌরসভার মেয়ার আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, পৌরকাউন্সিলার সালেহ আহমদ, পৌরকাউন্সিলার আসাদ হুশেন মক্কু, জেলা আওয়ামীলীগের ভাইস প্রেসিডেন্ট আজমল হোসেন, জেলা বি,এন,পির সেক্রেটারি, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা জাতীয়তা বাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মামুনুর রশীদ, জেলাও দেশের প্রবীনতম আইনজীবী এডভোকেট মলয় ভূষন রায়, জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট রমাকান্ত দাশগুপ্ত, সাবেক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান মিজান, জেলাবারের সেক্রেটারী এডভোকেট বদরুল হোসেন ইকবাল, জেলা জাতীয়তা বাদী যুবদলের সভাপতি জাকির হুসেন উজ্জল প্রমুখ।
মরহুমার মৃত্যোসংবাদ শুনে তার স্বামীকে মুঠোফোনে তাৎক্ষনিক ভাবে শোক প্রকাশ ও মাগফিরাত কামনা করেন জেলা বিএনপি’র সভাপতি সাবেক সাংসদ এম, নাসের রহমান, মৌলভীবাজার-২ মাননীয় সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক সাংসদ নবাব আলী আব্বাস খাঁন, সিলেটের সাবেক সাংসদ প্রবীন আইনজীবী সৈয়দ রফিকুল হক, জেলা প্রাশাসক, জেলা ম্যাজিষ্ট্রেট, মীর নাহিদ আহসান, প্রবীন সাংবাদিক বৃক্ষ ও প্রকৃতি প্রেমিক আফতাব চৌধুরী, সিলেট জেলা বারের সাবেক সভাপতি ও সাবেক পি.পি এমাদুল্লা শহীদুল ইসলাম শাহীন, সাবেক সভাপতি এডভোকেট এ.টি.এম, ফয়েজ উদ্দীন প্রমুখ। পরদিন বাদ যোহর জেলা জামে মসজিদ মার্কেট কমপ্লেক্সএ মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্টিত হয়।
জেলা জামে মসজিদ এর পেশ ইমাম ও স্থানীয় কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা হাজি সামসুল ইসলাম মুফতিসাহেব নামাজ ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন। নামাজের পূর্বে মরহুমার স্বামী মুজিবুর রহমান মুজিব সহ ধর্মিনীকে একজন পর্দানশীল, ধর্মপ্রান ও দানশীল রমনী উল্লেখ করে তাঁর জন্য দোয়া চান ভূলক্রটির জন্য ক্ষমা প্রার্থনা করেন। জানাজায় সাবেক সাংসদ নওয়াব আলী আব্বাস খাঁন, সিনিওর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মিসবাহ উদ্দিন, জেলা বারের সভাপতি এডভোকেট এ,এস,এম, আজাদুর রহমান, সাবেক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান মিজান, ভাইস প্রেসিডেন্টড.আব্দুল মতিন চৌধুরী, সম্পাদক এডভোকেট বদরুল হোসেন ইকবাল, জি,পি এডভোকেট আব্দুল খালিক, এ,জি,পি এডভোকেট আনোয়ারুল ইসলাম, এ,পি,পি সাইফুর রহমান ও আলাতাফুর রহমান সহ বিপুল সংখ্যাক আইনজীবী, পূবালী ব্যাংক এর এ,জি,এম, ড. আবু তাহের, মুবিন আকবর সহ সাউথ ইষ্ট ব্যাংক এর কথেক অফিসার বৃন্দ, প্রেসক্লাব সভাপতি এম, এ, ছালাম সহ কতেক সাংবাদিক কবি সাহিত্যিক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক পৌর কমিশনার আকবর আলী সহ রাজনীতিবিদগন উপস্থিত ছিলেন।
ঐ দিন বিকাল তিন টায় মরহুমার শশুড় বাড়ি রসুলপুর মিয়ার বাড়ীতে দ্বিতীয় দফা জানাজা অনুষ্টিত হয়। এখানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সুলেমান আলী, সাবেক ইউ,পি চেয়ারম্যান ও জেলা জাতীয়তা বাদী কৃষক দলনেতা শামীম আহমদ, পাতা কুড়ির দেশ এর সম্পাদক সৈয়দ হুমায়েদ আলী শাহীন প্রমুখ। বিপুল সংখ্যক এলাকা বাসি, ঢাকা থেকে আগত আত্বীয় ব্যারিষ্টার আবিদুল হক, স্থানীয় আত্বীয় স্বজন উপস্থিত ছিলেন।
জানাজা শেষে তাঁকে মিয়ার বাড়ির পারিবারিক গোরস্থানে শশুড়-শাশুড়ির কবরের পাশে সমাহিত করা হয়। পরদিন শুক্রবার তাঁর স্বামীর উদ্যোগে বাদ জুম্মা রসুলপুর জামে মসজিদে মিলাদ, কোরআন খতম, শিরনি বিতরন, মরহুমার কবর জিয়ারত ও তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়। মরহুমা মনোয়ারা রহমান মৃত্যোকালে স্বামী, দুই সন্তান ও বহু গুনগ্রাহী রেখেগেছেন। মরহুমার একমাত্র কন্যা জেনিফার রহমান সাউথ ইষ্ট ব্যাংক এর প্রিন্সিপাল অফিসার এবং একমাত্র পুত্র মিনহাজ রহমান একটি এন,জি,ও তে কর্মরত।
সদ্য প্রয়াত আলহাজ্ব মনোয়ারা রহমানের স্বামী এডভোকেট মুজিবুর রহমান মুজিব পত্নি বিয়োগের কঠিন ও দূঃখময় সময়ে যাঁরা তার পরিবার বর্গকে সমবেদনা সহানুভূতি এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
লেখক :
মুজিবুর রহমান মুজিব
ষাটের দশকের শুরুতে সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের ছাত্র, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সিনিয়র এডভোকেট হাই কোর্ট, সাবেক সভাপতি মৌলভীবাজার প্রেসক্লাব।
মন্তব্য করুন