বৃষ্টিতেই শ্রীমঙ্গল পৌর এলাকার দোকানপাঠ ও রাস্তা তলিয়ে গেছে

বিকুল চক্রবর্তী॥ দুই ঘন্টার বৃষ্টিতেই শ্রীমঙ্গল পৌরসভার বিভিন্নসড়কের দোকানপাঠ ও রাস্তা তলিয়ে গেছে পানিতে। পানি উঠেছে শ্রীমঙ্গল শহরতলীতেও। এতে দূর্ভোগে পড়েন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
১৩ মে শুক্রবার বিকেল আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হালকা ও ভারি বৃষ্টি হয়। এতে তলিয়ে যায় শহর ও শহরতলী। এই সময়ে ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করে আবহাওয়া অফিস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক আনিসুর রহমানর জানান, বেলা আড়াইটা থেকে ৩টা পর্যন্ত ৪ মিলিমিটার ও ৩টা থেকে ৬টা পর্যন্ত ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এদিকে এই বৃষ্টিতে শ্রীমঙ্গল হবিগঞ্জ রোড, শ্যামলী বাস কাউন্টারের সামনে, সাগরদীঘি সড়কের মূখে, শ্রীমঙ্গল চৌমুহনার ষ্টেশন রোডের মূখে। এ ছাড়াও পাহাড়ী ছড়া ডোবে শ্রীমঙ্গল শহরতলীর হবিগঞ্জরোড বাসস্ট্যান্ড, সবুজবাগ, সন্ধ্যানী আবাসিক এলাকা, সুরভীপাড়াসহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও বাড়িঘরে পানি প্রবেশ করে।
মন্তব্য করুন