বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাই ও মাকে পেটালো বখাটেরা

October 3, 2023,

প্রনীথ রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাড়িতে গিয়ে ভাই ও মাকে মারধর করেছে বখাটেরা। এ ঘটনায় কমলগঞ্জ থানায় অভিযোগ করেছেন ওই মেয়ের মা।

বুধবার ২৭ সেপ্টেম্বর দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের কানু ঘোষের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের নেপাল শীলের ছেলে জীবন শীল (২২) ও মকুল শীলের ছেলে পদ্ভুত শীল (২১) বেশ কিছুদিন ধরে গ্রামের কানু ঘোষের মেয়েকে মোবাইলে ও রাস্তাঘাটে উত্ত্যক্ত করে আসছে।

এর প্রতিবাদ করায় জীবন শীল ও পদ্ভুত শীল কানু ঘোষ এর বসতবাড়িতে গিয়ে তার ছেলে শান্তু ঘোষ ও স্ত্রী চামেলী ঘোষকে মারধর করে।

মারধর করে মা ও ছেলেকে আহত করে। এ ঘটনায় শান্তু ঘোষ ও তার মা চামেলী ঘোষ কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।

অভিযোগ করে শান্ত ঘোষ বলেন, এরা বখাটে প্রকৃতির। আমার বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাড়িতে গিয়ে গালিগালাজ করে আমাকে ও আমার মাকে টানা হেচড়া করে ও বেঁধে রেখে মারধর করে।

তবে অভিযোগ বিষয়ে জীবন শীলের মোবাইলে ফোন করলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দেন।

কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com