বোরহান উদ্দিন সোসাইটির উদ্যোগে মেধা যাচাই পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত কলেজ ক্যাম্পাস

November 11, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর উদ্যোগে জেলার সর্ববৃহৎ মেধা যাচাই পরীক্ষা, মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রে  ১০ নভেম্বর শুক্রবার, সকাল ১০টায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জেলব্যাপি মেধা যাচাই পরীক্ষার প্রধান নির্বাহী পরিচালক এম মুহিবুর রহমান মুহিব এর সার্বিক তত্ত্বাবধানে  অনুষ্ঠিত হয়। মেধা যাচাই পরীক্ষা পরিদর্শন করেন মহান জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা  আলাউদ্দিন, মৌলভীবাজার সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু, সংগঠনের প্রতিষ্ঠাকালীন অর্থ সচিব ব্রিটেন প্রবাসী সৈকত চৌধুরী। কলেজ এর পক্ষ থেকে সহায়তা করুন সহযোগী অধ্যাপক মোঃ শরিফুর রহমান।

সংগঠন এর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সৈয়দ আবু হাসান জিল্লুল,জোবায়ের আলী আহমদ,  নির্বাহী পরিচালক (সার্বিক) শফিকুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মনিরুল ইসলাম, জেলা দাপন কাপন ও সৎকার টিমের টিম লিডার রুহেল খান আশরাফুল, সাংগঠনিক সচিব মোঃ সোহান হোসাইন হেলাল,প্রচার ও প্রকাশনা সচিব আলমগীর আলম, সমাজ কল্যান সচিব এম জুনেদ আহমদ, দপ্তর সচিব সিরাজুল ইসলাম, যুগ্ম অর্থ সচিব কামরান চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য আব্দুল কাইয়ুম রুবেল, সুহেল আহমদ, মাসুম আহমদ রাফি, মাহদী হাসান নোমান, উপ পরীক্ষা নিয়ন্ত্রক জোবায়ের আহমদ জুবেল, কেএম সাজানুর রহমান, হেলাল আহমদ,মোজাহিদ আহমদ,হায়দার আলী নয়ন, রাহেল আহমদ, বোরহান উদ্দিন, মোস্তফা বকস,জাকির হোসেন,সামী আহমদ, রেজাউল করিম রাফি,  পলাশ দেবনাথ, জামিল আহমদ,  শেখ রাফি আহমদ  সাকিব ,শিহাব আহমদ,শাহ সিজলু আহমদ, ফাইয়ান আহমদ, অলিউর রহমান, শেখ মেহেদী হাসান,ইমরান তালুকদার,শেখ রনি রাজা, আতিকুর রহমান ইয়ামিন,আব্দুল আজিজ ইমন,আব্দুল্লাহ আল মোহাইমিন রমি,মাসুম আহমদ,ফয়সাল আহমেদ শাহী,মির্জা মেহরাজুল ইসলাম ইমন,মাহবুবুর রহমান ইয়ামিন,সাব্বির হুসাইন সাগর, আদনান জাকারিয়া,জিসান আহমদ,রফিকুল ইসলাম রাকিব,শাহ মুহাম্মদ হোসাইন আহমেদ,মোঃ হৃদয় মিয়া,মোঃ আশরাফুল আরিফ সানি, মোঃ নাঈম আহমদ রুহান,মোঃ রাফি মিয়া,ইমন মিয়া, জুয়েল আহমদ, হাসান আহমদ, রাজু দত্ত, তারেক হাসান,  নাজমুল হোসেন, জাহিদ হোসেন,শেখ তামজিদ হোসেন অভি,ফরজান আহমদ, সিহাব আহমেদ সাকিব , মাহতাভুল ইসলাম উদয়, তাহছিন খান ইমাদ,জায়েদুল ইসলাম আমিনুল,সাদ্দাম মিয়া, শাহ নাজিবোর রহমান নাফিজ, মোহাম্মদ আমান রহমান, মিজানুর রহমান, মাসুকুর রহমান, নাহিদুর রহমান।

মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার দীর্ঘদিন ধরে জেলার শিক্ষা ও সমাজ উন্নয়নের কাজ করছে  তারই অংশ হিসেবে প্রতি বৎসর জেলার এই সর্ববৃহৎ মেধা সেই পরীক্ষা আয়োজন করা হয়।  ভোর থেকে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার শিক্ষার্থী বাস, মিনিবাস, মাইক্রোবাস, কার, সিএনজি, অটো, মোটরসাইকেল ও পায়ে হেঁটে মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রে আসতে থাকেন বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থী, শিক্ষক অভিভাবকদের পদচারণায় মুখরিত হয় পুরো ক্যাম্পাস তিন ধরনের ঠাঁই ছিল না। তখন পুরো শহরে দেখা দেয় তীব্র যানজট, যানজট নিরশনে ট্রাফিক বিভাগের হিমশিম খেতে হয়,এটা যেন জেলার শিক্ষার্থীদের মিলন মেলা বসেছে।

আগামী ৩ মাসের মধ্যে ফলাফল ও বিজয়ী শিক্ষার্থীদের কে পুরস্কার প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com