বড়লেখার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বাজেট ঘোষণা
May 29, 2016,
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার ৮নং দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়ন পরিষদের ২০১৬-১৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেছেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। ২৯ মে রোববার পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট ঘোষনার সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন।
বাজেটে ১ কোটি ২৮ লাখ ২৮ হাজার ৮শ’ ৮৫ টাকা আয়, ১ কোটি ২৬ লাখ ৪৪ হাজার ৫শ’ ১০ টাকা ব্যয় ধরে উদ্বৃত্ব দেখানো হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৩শ’ ৭৫ টাকা। ইউপি সচিব আহমদ জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুর রব, মানবাধিকার কর্মী রুয়েল কামাল, ইউপি সদস্য হিফজুর রহমান মান্না, মকবুল আলী, আলীম উদ্দিন, হিফজুর রহমান, ইসলাম উদ্দিন, মাওলানা মঈন উদ্দিন, ইউডিসি ইনচার্জ সব্যসাচী দে প্রমূখ।
মন্তব্য করুন