বড়লেখার প্রবীন আ’লীগ নেতা সত্যেন্দ্র কুমার দত্তের পরলোকগমন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের শোক প্রকাশ

July 20, 2021,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা হাজীগঞ্জ বাজারের বিশিষ্টি ব্যবসায়ী সত্যেন্দ্র কুমার দত্ত (১০১) পরলোকগমন করেছেন। সোমবার ১৯ জুলাই বেলা ১টার দিকে পৌর শহরের বারইগ্রামের নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। অপরদিকে শোক জানিয়েছেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি প্রণয় কুমার দে ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com