বড়লেখার লাইসিয়াম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

May 29, 2016,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা ২৯ মে রোববার স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ ৩৩০ জনকে পুরস্কার বিতরণ করেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ড. কালি প্রসন্ন দাস। স্কুল পরিচালনা কমিটির সদস্য মসরুর আলম চৌধুরীর সভাপতিত্বে শিক্ষক বিজয় ভুষন দাস ও শিক্ষার্থী সারিয়া আবেদীন ইতুর যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. কালি প্রসন্ন দাস বলেন, ‘শুধু পড়ালেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা উন্নত জাতি গঠনে সহায়ক এবং শরীর ও মনকে সতেজ রাখে।’
গভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন, প্রাইম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক তানজিলা ইয়াসমিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, বড়লেখা পৌর মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনসংখ্যা বিজ্ঞান বিভাগের শিক্ষক সাফায়েত হোসেন, স্কুলের প্রধান শিক্ষক ইকবাল আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com