বড়লেখায় অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার
May 10, 2016,

বিশেষ প্রতিনিধি ॥ বড়লেখায় অজ্ঞাতনামা এক মহিলার (৬০) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ৯ মে সোমবার দুপুর ২টার দিকে জনৈক অটোরিকশা চালক মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় মহিলাকে নিয়ে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে মৃত ঘোষণা করেন। এ সংবাদ লেখা পর্যন্ত মহিলার পরিচয় পাওয়া যায়নি। তবে অজ্ঞাতনামা ওই মহিলাকে হাসপাতালে রেখে অটোরিকশা চালক সটকে পড়ে।
এবিষয়ে জানতে চাইলে বড়লেখা থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, অটোরিকশার চালককে পাওয়া যাচ্ছে না। মৃতদেহ হাসপাতালে রেখে সে পালিয়ে যায়। চালকের সন্ধান চলছে। তাকে পাওয়া গেলে ঘটনার তথ্য পাওয়া যাবে।
মন্তব্য করুন