বড়লেখায় অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরী ও পঁচা মিষ্টি বিক্রির অপরাধে জরিমানা

October 31, 2022,

আব্দুর রব॥ বড়লেখা পৌরশহরে অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরী ও পঁচা মিষ্টি বিক্রির অভিযোগে ঢাকা মিষ্টি ঘরের মালিক গোপাল পালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫০ কেজি পঁচা মিষ্টি ধ্বংস করা হয়। ৩১ অক্টোবর সোমবার দুপুরে পৌরসভার হাটবন্দ এলাকায় থানা পুলিশের সহায়তায় অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।
সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন জরিমানার বিষয় নিশ্চিত করে বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরী ও পঁচা মিষ্টি বিক্রির দায়ে ঢাকা মিষ্টি ঘরের মালিক গোপাল পালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে মানসম্মত পরিবেশে তৈরী ব্যতীত মিষ্টি জাতীয় খাদ্য সামগ্রী উৎপাদন বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com