বড়লেখায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ

May 12, 2021,

আব্দুর রব॥ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি দেশের ক্রান্তিলগ্নে মানবতার ডাকে সাড়া দিয়ে সার্বিক সংকট উত্তরণে এই বাহিনীর প্রতিটি সদস্যকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় ঈদুল ফিতর উপলক্ষে মহাপরিচালকের উদ্যোগে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অর্ধ শতাধিক দুস্থ ও অসহায় ভিডিপি সদস্য/সদস্যাদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেনের নির্দেশনায় ১১ মে মঙ্গলবার দুপুরে উপজেলা কার্যালয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তামিম আল জামান ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক বিজয় দেবনাথ, হেপি দেব প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com