বড়লেখায় এনসিসি ব্যাংকের স্কুল ক্যাম্পেইন

আব্দুর রব॥ বড়লেখায় ‘সঞ্চয়ের অভ্যাস শুরু হোক শৈশব থেকেই’ এই স্লোগানকে সামনে রেখে এনসিসি ব্যাংক লিমিটেড বড়লেখা শাখার উদ্যোগে মঙ্গলবার ২৪ জানুয়ারি পাথারিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার তাগিদ সৃষ্টির লক্ষেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা নাকিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল।
এতে স্বাগত বক্তব্য রাখেন এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাস। এছাড়াও বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ এমদাদুল করিম চৌধুরী, পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অরবিন্দ পুরকায়স্থ প্রমুখ। অনুষ্ঠান শেষে এনসিসি ব্যাংক লিমিটেড বড়লেখা শাখার পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী ও টিফিন বিতরণ করা হয়।
মন্তব্য করুন