বড়লেখায় ক্রিকেট প্রশিক্ষনের সমাপনী ও সনদ বিতরন
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০১৫-১৬ এর আওতায় মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বড়লেখা উপজেলার অনূর্ধ-১৬বালকদের ক্রিকেট প্রশিক্ষন ও সনদ বিতরন অনুষ্ঠান ১১ জুন শনিবার দুপুরে বড়লেখা ক্রিকেট একাডেমীর (পাখিয়ালা) মাঠে অনুষ্ঠিত হয়।
বড়লেখা ক্রিকেট একাডেমীর পরিচালক হারুনুর রশিদ বাদশার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে প্রশিক্ষন প্রাপ্ত ক্রিকেটদের মাঝে পুরস্কার ও সনদ বিতরন করেন বড়লেখা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবদুল আহাদ,বড়লেখা পি,সি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কামাল হোসেন, জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ। মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষনের বড়লেখা উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের ৩০জন বালক অংশ গ্রহন করে।
মন্তব্য করুন