বড়লেখায় জনস্বাস্থ্য বিভাগের আয়োজনে কেয়ারটেকারদের প্রশিক্ষণ

June 15, 2023,

স্টাফ রিপোর্টার॥ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবাধীন হাওর অঞ্চল টেকসই পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার অর্ন্তভুক্ত হাওর উন্নয়ন প্রকল্পে কেয়ারটেকারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৪ জুন সকালে বড়লেখা উপজেলা জনস্বাস্থ্য প্রকৗশল অধিদপ্তরের আয়োজনে এবং সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস (এসবি এসএস) সহযোগিতায় বড়লেখা উপজেলা জনস্বাস্থ্য প্রকৗশল অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলীর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বড়লেখা উপজেলা জনস্বাস্থ্য বিভাগের  উপ সহকারি প্রকৌশলী মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস (এসবি এসএস) জেলা সম্বয়কারী পরিতোষ দেব’র পরিচালনায় প্রশিক্ষণে বড়লেখা উপজেলার ৩টি ইউনিয়নের ইমপ্রুম টয়লেট ও নলকূপের কেয়ারটেকারবৃন্দ অংশগ্রহণ করেন।

জনসাস্থ প্রকৌশল অধিদপ্তর বাস্তবাধীন হাওর অঞ্চল টেকসই পানি সরবরাহ,স্যানিটেশন ও হাইজন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের ক্যাম্পেইন আওতায় সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস (এসবি এসএস) জেলার ৭ টি উপজেলায় লিফলেট বিতরণ, পোষ্টারিং, জনসচেতনতামূলক মাইকিং, উঠান বৈঠক, কর্মশালা, চা দোকানে বৈঠক, সচেতনতামূলক পরিচালনা করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com