বড়লেখায় জাল স্বাক্ষরে স্পি কার্যক্রমের টাকা তুলে নিল প্রাইমারী স্কুলের দপ্তরী!

June 30, 2016,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী তায়েছ আহমদ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষকের স্বাক্ষর জাল করে স্পি কার্যক্রমের ৪০ হাজার টাকা ব্যাংক হতে উত্তোলন করে আত্মসাৎ করেছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জালিয়াত দপ্তরীর বিরুদ্ধে থানায় জিডি কিংবা ন্যুনতম ব্যবস্থা নেয়ার পরিবর্তে বিষয়টি ধামাচাপা দিতে তৎপর হওয়ায় বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দিয়েছে। জানা গেছে, দক্ষিণভাগ ইউনিয়নের হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছয়ফুল হক দুই বছর পুর্বে সহকারী শিক্ষক তোফায়েল আহমদের নিকট দায়িত্ব হস্তান্তর করে কলাজুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। ফৌজদারী মামলায় শিক্ষক তোফায়েল আহমদ সাময়িক বরখাস্ত হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিযুক্ত হন অপর শিক্ষক প্রনথ রঞ্জন বৈদ্য। সম্প্রতি বিদ্যালয়ের উন্নয়নের জন্য স্পিকার্যক্রমের আওতায় ৪০ হাজার টাকা সরকারী বরাদ্দ আসে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরাদ্দের টাকা উত্তোলনের ব্যাপারে ব্যাংকে গিয়ে জানতে পারেন ১৯ জুন স্কুলের দপ্তরী তায়েছ আহমদ ম্যানেজিং কমিটির সভাপতি হেলাল উদ্দিন ও প্রধান শিক্ষক ছয়ফুল হকের (যিনি দুই বছর পুর্বে বদলি) যৌথ স্বাক্ষর জাল করে বরাদ্দের পুরো টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রনথ রঞ্জন বৈদ্য ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হেলাল উদ্দিন জানান, স্পি কার্যক্রমের বরাদ্দের টাকা উত্তোলনের জন্য কোন চেকে তারা স্বাক্ষর করেননি। ব্যাংকে গিয়ে জানতে পারেন দপ্তরী তায়েছ তাদের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করেছে। সোনালী ব্যাংকের ব্যবস্থাপক এবাদ আহমদ জানান, দপ্তরী তায়েছ আহমদ স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করেছে। স্বাক্ষর জাল হলেও ৮০ ভাগ মিলে যাওয়ায় টাকা দেয়া হয়েছে। দুই বছর আগে প্রধান শিক্ষক বদলি হলেও বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ব্যাংক অ্যাকাউন্ট আপডেট না করা রহস্যজনক। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার অরবিন্দ কর্মকার জানান, স্কুলের যৌথ ব্যাংক একাউন্টে দুই বছর আগে বদলি প্রধান শিক্ষকের নাম থাকা বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বহীনতাই প্রমাণ করে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সভাপতির সাক্ষর জাল করে স্পি কার্যক্রমের টাকা উত্তোলনের ঘটনা জানার পরই প্রধান শিক্ষককে থানায় জিডি করতে বলেছি। এব্যাপারে জানতে দপ্তরী তায়েছ আহমদের মোবাইল ফোনে (০১৭০৫৬৭০৬০৫) বারবার ফোন দিলে রিং হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com