বড়লেখায় দাওরায়ে হাদিস সম্পন্ন করায় সংবর্ধনা

May 11, 2021,

আব্দুর রব॥ বড়লেখার সুজানগর ইউনিয়নের তেরাকুড়ি গ্রামের মেধাবী শিক্ষার্থী মাওলানা শাব্বীর আহমদ এক সাথে ক্বারীয়ানা ও দাওরায়ে হাদিস সম্পন্ন করায় গ্রামের দেশ-বিদেশে অবস্থানরত হোয়াটস এপস গ্রুপ তাকে সংবর্ধনা দিয়েছে। ১০ মে সোমবার বাদ আছর তেরাকুড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান প্রবীণ মুরব্বি ছাব্বির আহমদ।

মসজিদ কমিটির প্রধান উপদেষ্ঠা মোজাহিদ আলীর সভাপতিত্বে ও সিরাজুল ইসলাম রিপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, সাংবাদিক আব্দুর রব, তেরাকুড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সিরাজ উদ্দিন, মোতাল্লী ছিদ্দেক আলী, ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালিক, মুরব্বি আতাউর রহমান, হাবিবুর রহমান, নেওয়ার আলী, হোয়াটস এপ্স গ্রুফের সদস্য এখলাছ উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com