বড়লেখায় প্যানেল মেয়র তাজের মোবাইলের সিম ক্লোন, থানায় জিডি

May 13, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিনের ব্যক্তিগত মোবাইল ফোনের সিম ক্লোনের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় শুক্রবার ১২ মে রাতে প্যানেল মেয়র থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং-৪৯২/১৭। জিডি সূত্রে জানা গেছে, গত (৯ মে) মঙ্গলবার অজ্ঞাতনামা ব্যক্তি অসৎ উদ্দেশ্যে তার ব্যক্তিগত সিম ক্লোন করে অন্য একটি মোবাইল ফোন নম্বর থেকে কনফারেন্স কল দিয়ে বিভিন্নজনকে বিভ্রান্তি ছড়ায়। শুক্রবার (১২ মে) বিকেল ৩টার দিকে অপিরিচিত অন্য আরেকটি নম্বার থেকে কল দিয়ে তাকে হুমকি দেয়। অজ্ঞাত ব্যক্তি তার বড় ধরণের ক্ষতি করতে পারে এমনটিও তিনি আশঙ্কা করছেন বলে জিডিতে উল্লেখ করেন।
এ ব্যাপারে প্যানেল মেয়র তাজ উদ্দিন বলেন, আমার ব্যক্তিগত মোবাইল ফোনের সিম ক্লোন করে আমাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে অজ্ঞাত ব্যক্তি এ কাজটি করছে। আমি ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আইনের প্রতি জোর দাবি জানাচ্ছি। থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ দাস তালুকদার জিডির সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com