বড়লেখায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো আরো ৫২ পরিবার

June 20, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের সেমিপাকা ঘর দিয়ে আরো ৫২টি হতদরিদ্র পরিবারকে পুর্নবাসন করা হয়েছে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় (দ্বিতীয় পর্যায়ে) উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ, সদর, উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের উপকারভোগীদের ২০ জুন রোববার সকালে আনুষ্টানিকভাবে এসব ঘর ও ভুমির দলিল হস্তান্তর করা হয়েছে।
ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের যৌথ সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দলিল হস্তান্তরের সভায় ভার্চুয়ালী বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারী কমিশনার (ভুমি) নূসরাত লায়লা নীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা প্রকৌশলী সামছুল হক ভুইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, কৃষকলীগের আহ্বায়ক আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, কমর উদ্দিন, সিরাজ উদ্দিন, এনাম উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com